বুধবার (১১ জুন) বিকালে নড়াইলের কালিয়া ডাকবাংলো চত্বরে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি সভাপতি বক্তব্যে আরও বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ৩ মাস কারাবন্দী ছিলেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরাই আন্দোলন সংগ্রাম করেছি। তখন টাকাওয়ালারা থেকেছেন এসির মধ্যে। সামনে দলের সুদিন দেখে মনোয়ন পেতে কতিপয় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে টাকা খরচ করছেন। আপনাদের হাতে কিছুই আসবে না, টাকা ও শেষ হবে আর ওই নেতাকর্মী ও তখন আপনাদেরকে চিনবে না।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনিই বাংলাদেশকে বিশ্ব দরবারে চিনিয়েছেন। আরাফাতের ময়দান ধুধু মরুভূমি, হাজীদের হজ্ব করতে কতো কষ্ট হতো। জিয়াউর রহমান মরুভূমির মধ্যে নিমগাছ রোপন করেছিলেন, সেই গাছের তলে হাজীরা একটু প্রশান্তির ছায়া পায় আর তার জন্য দোয়া করেন।
আরও পড়ুন: নড়াইলে শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাতসহ গ্রেফতার ৫
দলীয় নেতাকর্মীদের প্রতি দলটির জেলা সভাপতি আহ্বান জানান, এক হয়ে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা মোতাবেক চলুন। নিজেদের মধ্যে বিবেধ ভুলে দলের জন্য কাজ করুন। আওয়ামী লীগের প্রেতাত্মা ও হাইব্রিডদের দলে ভেড়ালে পরিনতি অনেক খারাপের দিকে যাবে।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টির মধ্যে হাজারো নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণে দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
আরও পড়ুন: নড়াইল বিএনপির সভাপতিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র, দাবি অনুসারীদের
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, কালিয়া উপজেলা বিএনপির সহসভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু প্রমূখ।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জিয়া ছিলেন জাতির এক মহানায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।