বিগত বছরগুলোতে ব্যাগ নিয়ে চরম ভোগান্তির শিকার হতেন হাজিরা। অব্যবস্থাপনার কারণে শেষ পর্যন্ত অনেকের ব্যাগ পাওয়াই যেত না। কিন্তু এবারের অভিজ্ঞতা পুরোটাই ভিন্ন।
হাজিরা জানান, এবছর সময় মতো হাতে পেয়েছেন তাদের লাগেজ। কোনো চাপ ছাড়াই হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন তারা।
হাজিরা বলছেন, তারা ভাবতেও পারেননি যে হজযাত্রা এতটা সহজ হবে। ব্যাগ নিয়ে চিন্তা করতে হয়নি এবং তাই তারা পুরোপুরি মনোযোগ দিতে পেরেছেন ইবাদতে।
আরও পড়ুন: ওমরাহ-ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব
হজ সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, হাজিদের সুবিধার কথা মাথায় রেখে পরিকল্পনা তৈরি করেছে তারা। যাতে কোনো ধরনের বিড়ম্বনায় শিকার না হন হাজিরা।
ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য ছিল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। ব্যাগের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সেবার মান বৃদ্ধির ফলে এবার নির্বিঘ্নে হজ পালন করতে পেরেছেন মুসল্লিরা।
]]>