সুপরিকল্পিতভাবে পুশইন করছে বিএসএফ, সীমান্তে সতর্ক বিজিবি

৫ দিন আগে
সুপরিকল্পিতভাবে ভারত পুশইন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

 

বিজিবি মহাপরিচালক বলেন, সম্প্রতি ভারত ২০২ জনকে পুশইন করেছে। খাগড়াছড়ি এলাকা দিয়ে আরও ২০২ জনকে পুশইন করার চেষ্টা চালাচ্ছে বিএসএফ। তবে বিজিবি সতর্ক রয়েছে।

 

তিনি আরও জানান, পুশইন হওয়াদের মধ্যে এখন পর্যন্ত ৩৯ জন রোহিঙ্গার তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে  আবার পাঁচজন ভারতে নিবন্ধিত।

 

তিনি অভিযোগ করেন, পুশইন কার্যক্রম সুপরিকল্পিতভাবেই করছে ভারত। এ বিষয়ে ভারতের প্রতি প্রতিবাদ জানানো হয়েছে।

 

আরও পড়ুন: সুন্দরবনে ৭৮ জনকে পুশইন/ ‘গুজরাট থেকে চোখ বেঁধে ধরে এনে চালানো হয় পৈশাচিক নির্যাতন’

]]>
সম্পূর্ণ পড়ুন