পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাপুর গ্রামের তেরা মিয়া ও কবির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসার জন্য সোমবার (২১ জুলাই) সোনাপুর গ্রামে সালিশ বৈঠক হয়। বৈঠকে উভয়পক্ষের সম্মতিতে তেরা মিয়ার ৫ শতক আমন জমি চিহ্নিত করে খুঁটিপুঁতে আলাদা করে দেন নেতারা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে কবির উদ্দিন জমির চিহ্নিতকরণ খুঁটি উপড়ে ফেলেন। এ সময় তেরা মিয়া ও কবির উদ্দিনের মধ্যে খুঁটি উপড়ে ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এসময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষে আহত কবির উদ্দিন টেঁটা বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের দুই নেতা গ্রেফতার
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কবির উদ্দিন নামে একজন মারা গেছে। আরও ৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসামি ধরার জন্য পুলিশের অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।