মঙ্গলবার (৬ মে) দুপুরে শহরের নতুনপাড়া রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হৃদয় বণিক মাতাল অবস্থায় গালিগালাজ করে মমিন মিয়াকে। গালিগালাজ করতে বাধা দিলে হৃদয় তার সঙ্গে থাকা ছুরি দিয়ে মমিন মিয়াকে আঘাত করে।
আরও পড়ুন: ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে প্রাণ গেল মসলা ব্যবসায়ীর
প্রত্যক্ষদর্শীরা আহত মমিন মিয়াকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে মমিনকে সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরর্বতীতে সন্ধ্যা ৬টার দিকে ওসমানী মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. আবুল আলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হৃদয় বণিককে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
]]>