সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের দুই নেতা গ্রেফতার

৩ সপ্তাহ আগে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ককে গ্রেফতার করেছে পুলিশ।

 বুধবার (২৩ জুলাই) নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হওয়া নেতারা হলেন- দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলার সাংগঠনিক সম্পাদক ও নৈনগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সালেক মিয়া (৫০) ও দোয়ারাবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও নৈনগাঁও গ্রামের মুহিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসাইন। 

আরও পড়ুন: খুলনায় অস্ত্রসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, আটককৃতরা দোয়ারাবাজার থানায় ছাত্র জনতার ‍ওপর হামলা মামলার আসামি। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ আদালতে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন