রোববার (২১ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানায় বিজিবি।
বিজিবি জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারিরা রাতের আধারে ভারতীয় পণ্য নিয়ে এসে সীমান্তের পাশে একটি পরিত্যক্ত ঘরে গুদামজাত করে সংরক্ষণ করে দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য নিয়ে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও সেনা সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে ২৮ ব্যাটালিয়নের শেডে নিয়ে আসে।
আরও পড়ুন: আট বছরেও শেষ হয়নি তাহিরপুরের যাদুকাটা সেতু নির্মাণ কাজ
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকার একটি পরিত্যক্ত ঘরকে চোরাকারবারিরা গুদাম হিসেবে ব্যবহার করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও সেনা সদস্যরা এসব পণ্য আটক করে। আটককৃত পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেয়া হবে।

৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·