সুইজারল্যান্ডে নববর্ষের অনুষ্ঠান চলার সময় রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪০

২ সপ্তাহ আগে
সুইজারল্যান্ডের একটি বারে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে আগুন লেগে প্রায় ৪০ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ক্রানস-মন্টানার একটি স্কি রিসোর্টে এ ঘটনা ঘটে। পুলিশ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিবিসির খবরে বলা হয়, কর্মকর্তারা বলছেন, সিওন হাসপাতালে ৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন, বাকিরা অন্যত্র চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে একটি বড় সংখ্যক রোগীর অবস্থা আশঙ্কাজনক।

 

আরও পড়ুন:সুইজারল্যান্ডে স্কি রিসোর্টের পানশালায় বিস্ফোরণ, কয়েকজন নিহত

 

আগুন লাগার কারণ নিশ্চিত করা হয়নি, তবে কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন যে এটি কোনো হামলার ঘটনা নয়।

 

তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে, শ্যাম্পেনের বোতলের উপরে রাখা ‘জন্মদিনের মোমবাতি’ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কর্তৃৃপক্ষ বলেছেন যে তদন্ত চলাকালীন তারা কিছুই নিশ্চিত করতে পারবেন না।

 

এদিকে, সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন বলেছেন, আগুন লাগার এই ঘটনাটি ‘আমাদের দেশের সবচেয়ে খারাপ ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি।’

 

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের লে কনস্টেলেশন বারে রাত ১টা ৩০ নাগাদ আগুনের সূত্রপাত হয় - বারের ভেতর থেকে একটি ভিডিওতে দেখা যায়, দাউ দাউ করে আগুন জ্বলছে।

 

এদিকে, রয়টার্সের খবরে বলা হয়, দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের রিসোর্টে ‘লে কনস্টেলেশন’ নামক একটি বারে রাত ১.৩০ মিনিটে  আগুন লাগে। স্থানীয়রা জানিয়েছেন যে এটি কিশোর-কিশোরীদের কাছে জনপ্রিয়। 

 

ভিডিও ফুটেজে দেখা গেছে, অ্যাম্বুলেন্সের সারি এবং হেলিকপ্টারগুলো অবতরণ করছে যাতে আহতদের কাছের হাসপাতাল এবং সুইস শহরের অন্যান্য বিশেষজ্ঞ বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। 

 

আরও পড়ুন:রাশিয়ায় বর্ষবরণ অনুষ্ঠানে ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত অন্তত ২৪

 

আগুন লাগার কারণ, যা প্রাথমিকভাবে বিস্ফোরণ হিসাবে রিপোর্ট করা হয়েছিল, এখনও স্পষ্ট নয় তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি আক্রমণ নয় বরং একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে।

 


 

]]>
সম্পূর্ণ পড়ুন