সীমান্তে ৫৭ ভরি স্বর্ণ ছুঁড়ে ফেলে পালালেন নারী!

৩ সপ্তাহ আগে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকা থেকে ৫৭ ভরি ১১ আনা ওজনের তিনটি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০ টাকা।

শুক্রবার (৬ জুন) রাতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন চত্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা।

 

বিজিবির অধিনায়ক জানান, পাঁচবিবি উপজেলার হাট খোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ৩১ থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় টহল দেয়ার সময় সন্দেহজনভাবে এক নারী ঘোরাফেরা করছিলেন। এমন সময় ওই নারী টহল দলের উপস্থিতি টের পেয়ে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট সীমান্তের নিকট ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে পালিয়ে যান। পরে টহলদল মালিকবিহীন অবস্থায় প্যাকেটটির মধ্যে ৫৭ ভরি ১১ আনা  ওজনের ৩ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০ টাকা।

 

আরও পড়ুন: সীমান্তে চামড়া চোরাচালান প্রতিরোধে বাড়তি সতর্কতা বিজিবির

 

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন