সীমান্তে একাধিক হামলা চালিয়েছে পাকিস্তান, নিশ্চিত করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

১ সপ্তাহে আগে
আফগানিস্তানের সাথে চলমান সংঘর্ষের মধ্যে, পাকিস্তান শুক্রবার রাতে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। শনিবার (১৮ অক্টোবর) এটি নিশ্চিত করেন তারার। জানান, নিষিদ্ধ ঘোষিত গুল বাহাদুর গোষ্ঠীর যাচাইকৃত শিবিরগুলোতে এই হামলা চালানো হয়।

 

শনিবার (১৮ অক্টোবর) জিও নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
 

ফেডারেল মন্ত্রী এক্সে লিখেছেন, পাকিস্তান শুক্রবার রাতে এই নির্ভুল হামলা চালিয়েছে। হামলায় কমপক্ষে ৬০-৭০ জন খারজি (সন্ত্রাসী) এবং তাদের নেতৃত্বকে নরকে পাঠানো হয়েছে। 

 

আরও পড়ুন:পাকিস্তানের মাটি থেকে আফগানদের চলে যেতে বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী 

 

পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার পটভূমিতে আফগানিস্তানের মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আফগান তালেবান সরকার অনীহা প্রকাশ করায় দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্প্রতি উত্তেজনা তীব্রতর হচ্ছে।

 

এর আগে পাকিস্তান-আফগানিস্তান কয়েকদিনের পাল্টাপাল্টি সংঘাতে ২০০ জনেরও বেশি আফগান তালেবান নিহত হয়। অন্যদিকে, পাকিস্তানের আইএসপিআর জানায়, তালেবান বাহিনী এবং সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে তাদের ২৩ সেনা শহীদ হয়েছে। 


১৫ অক্টোবর দুই প্রতিবেশীর মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয় - যা আফগানিস্তানের অনুরোধে পাকিস্তান সম্মত হয়েছিল।

 

তবে, তারার শনিবারের পোস্টে - উল্লেখ করেছেন যে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির সময়, খাওয়ারিজ গোষ্ঠীর সাথে যুক্ত এবং আফগানিস্তান থেকে পরিচালিত ‘জঙ্গিরা’ পাকিস্তানের অভ্যন্তরে একাধিক সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল।

 

তিনি বলেন, দেশের নিরাপত্তা বাহিনী এই ধরনের সকল প্রচেষ্টা কার্যকরভাবে ব্যর্থ করেছে।

 

আরও পড়ুন:অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান

 

মন্ত্রী আরও জানান, নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং খাওয়ারিজ গোষ্ঠীর সাথে যুক্ত ১০০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে।


 

]]>
সম্পূর্ণ পড়ুন