সীমান্তে আর একটা হত্যাও মেনে নেয়া হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আজও খুনি বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষদের গুলি করার সাহস পায়।

তিনি বলেন, ‘সীমান্তে মানবাধিকার নিশ্চিত করতে হবে, আর একটা হত্যাও মেনে নেয়া হবে না।’


বুধবার (২ জুলাই) ‘জুলাই পদযাত্রা’র দ্বিতীয় দিনে কুড়িগ্রামের ঘোষপাড়ায় পথসভায় তিনি একথা বলেন।


এসময় তিনি আরও বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না।’ 


আরও পড়ুন: ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ ইসলাম

এর আগে কুড়িগ্রামের রাজারহাটে এনসিপির আহ্বায়ক বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন মনে করিয়ে দেয় কোনো স্বৈরাচার ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকে না। এসময় কেউ যদি গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যারা ২৪ এ নিজের রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তাদের ওপর ভবিষ্যতে এ রকম পুলিশি হামলা হলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।’


এসময় দেশ পুনর্গঠনে দ্বিতীয় বিজয়ের জন্য আগামী ১৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ইশতেহার ঘোষণায় ছাত্র-জনতাকে অংশ নেয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন