মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
ফেরত আসা ওই নারীর নাম মোসা. সুমাইয়া আক্তার। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার নাটকঘর এলাকার মো. মনসুর আলীর মেয়ে।
আরও পড়ুন: নিরীহ আ.লীগ কর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া যাবে না: হারুন
বিজিবি অধিনায়ক বলেন, ‘সোমবার (১২ জানুয়ারি) রাতে সুমাইয়া তাঁর চার বছরের শিশুকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফরিদপুর বিওপির সীমান্ত পিলার ৩১/১-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতে চলে যান। পরে বিএসএফ ৭১ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। বিষয়টি জানতে পেরে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়।’
তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে আইনি প্রক্রিয়া মেনে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে সুমাইয়া ও তাঁর সন্তানকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। খবর পেয়ে সুমাইয়া আক্তারের স্বামী থানায় এসেছেন বলে জানা গেছে।
]]>
৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·