রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কালিকাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই সীমান্তসহ আশপাশের এলাকা দিয়ে বাংলাদেশের কৃষকদের ছেড়ে দেয়া গরুগুলো ভারতে যাচ্ছিলো। বিষয়টি নিয়ে বিএসএফ বারবার গ্রামবাসীকে সতর্ক করছিল। এ নিয়ে এলাকায় মাইকিংও করা হয়।
আরও পড়ুন: ট্রাকচালকের বুদ্ধিমত্তায় মালিক ফিরে পেল গরু, চোর গেল থানায়
এর মধ্যে ঘাস খেতে খেতে কয়েকটি গরু রোববার কালিকাপুর সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। পরে গরুগুলো আটকে রাখে বিএসএফ। পরে তারা বিজিবিকে বিষয়টি অবহিত করে।
এ বিষয়ে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘কয়েকটি গরু ফেরত দেবে বলে বিএসএফ জানিয়েছে। গরুগুলোকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।’