সিসিটিভি ফুটেজে ইস্তাম্বুলের বন্দরে জাহাজ কাত হয়ে যাবার মুহূর্তটি ধরা পড়ে

১ দিন আগে
ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ইস্তাম্বুলের বন্দরে একটি জাহাজ এক পাশে হেলে যাওয়ার পর কর্মীরা ছুটে বেড়িয়ে আসাতে অল্পের জন্য রক্ষা পান। সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪। ফুটেজটি শেয়ার করেছে তুরস্কের মেরিটাইম বিষয়ক ডিরেক্টরেট জেনারেল।  রয়টার্স পোর্ট লেআউট, আশেপাশের কাঠামো এবং একই ঘটনা থেকে অন্যান্য ভিজ্যুয়াল থেকে ভিডিওটির অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। গভর্নরের কার্যালয় জানিয়েছে, এএনএমএএইচ নামক জাহাজটি পণ্যসম্ভারের ভারসাম্যহীন বোঝাই-এর কারণে এক পাশে ঝুঁকে যায়।
সম্পূর্ণ পড়ুন