বুধবার (২৬ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট।
আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। তার আগে তারকা খেলোয়াড়দের দলে ভেড়ানো নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে আসরের টিকিট পাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো।
আরও পড়ুন: ৬ দল নিয়েই হবে বিপিএল, সবাই আর্থিক গ্যারান্টি নিশ্চিত করেছে: ইফতেখার মিঠু
২০২৬ আসরে নাম লেখানো জেএম স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্টের মালিকানাধীন সিলেট টাইটান্স ইতোমধ্যে দুই দেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তারা দলে ভিড়িয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে। এবার তারা চমক দেখালো বিদেশি তারকাকে দলে ভিড়িয়ে। বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা অলরাউন্ডার সাইম আইয়ুবকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।
সামাজিক মাধ্যমে এক পোস্টে তারা লিখেছে, ‘হ্যালো, সিলেট! সাইয়ুব আইয়ুব কল রিসিভি করেছে। আনুষ্ঠানিকভাবে টাইটান্স শক্তিশালী হলো।’
আরও পড়ুন: বিপিএল খেলতে ৫০০ বিদেশির আবেদন, নিলামের ড্রাফটে জায়গা পেলেন ২৫০ জন
জানা গেছে, পুরো আসরের জন্যই সাইম আইয়ুবকে দলে টেনেছে সিলেট। ২৩ বছর বয়সী পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার এর আগেও বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি।
]]>
১ সপ্তাহে আগে
৩





Bengali (BD) ·
English (US) ·