সিলেটের শিশু মুনতাহারের লাশ উদ্ধারের ঘটনায় তিনজন আটক

৩ সপ্তাহ আগে
সিলেটের কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহারের লাশ উদ্ধারের ঘটনায় গৃহশিক্ষিকাসহ ৩ নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ই নভেম্বর) মুনতাহার বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গত সপ্তাহের রবিবার(৩রা নভেম্বর) বিকাল ৩টার দিকে নিখোঁজ হয় শিশুটি। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল বলেন, "সাত দিন নিখোঁজ থাকার পর রবিবার মুনতাহারের পুঁতে ফেলা লাশ তুলে পুকুরের পানিতে ফেলার সময় স্থানীয়রা মার্জিয়ার মা আলিফজানকে হাতেনাতে আটক করেন।" "এ ঘটনায় গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়া, তার মা আলিফজান বিবি ও আলিফজানের মা কুতুবজান বিবিকে আটক করা হয়েছে।," তিনি জানান। নিহত মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। স্থানীয়দের দাবি, মুনতাহাকে তার গৃহশিক্ষিকা মার্জিয়া হত্যা করেছেন। এতে তাকে সহযোগিতা করেন তার মা আলিফজান। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মার্জিয়ার বড়িঘর গুড়িয়ে দিয়েছে বলে জানান ওসি মো. আব্দুল আওয়াল।
সম্পূর্ণ পড়ুন