রোববার (১৭ আগস্ট) বিকেলে নগরীর আম্বরখানা পয়েন্টে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, পুলিশকে ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্যদিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা ডিউটি করেন, তাদেরকে ওয়াশরুম সুবিধাসহ রেস্ট ও কর্মপরিবেশ দেয়ার জন্য আম্বরখানায় এই ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে, যা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।
আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে সিলেটে বিএনপির উপজেলা সভাপতিকে অব্যাহতি
তিনি বলেন, ট্রাফিক পুলিশ রোদ ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করছে। কিন্তু তাদের যখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তখন সমস্যায় পড়তে হয়। এ কারণে বিভিন্ন পয়েন্টে একটি করে পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে । তা বাস্তবায়ন হলে যারা ডিউটি করবে, তারা অন্তত কষ্ট হলেও রিফ্রেশমেন্টের জন্য একটি জায়গা পাবেন।
আরও পড়ুন: সিলেটে রায়হান হত্যা: এসআই আকবর জামিনে মুক্ত
উদ্বোধনকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
]]>
১ দিন আগে
১




Bengali (BD) ·
English (US) ·