সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, সিলেট মহনগর পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর সবগুলো বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশারের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের, গ্রেফতার ৩
এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আগামী ৭ ডিসেম্বর থেকে সিলেট মহানগর এলাকার সবগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার পর বন্ধ রাখা হবে।
তবে শুধু মাত্র হোটেল রেঁস্তোরা ও ওষুধের দোকান খোলা রাখা যাবে বলেও জানানো হয়েছে।
]]>

১৫ ঘন্টা আগে
১





Bengali (BD) ·
English (US) ·