বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরবর্তীকালে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাজুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া যুবক রাজু দাস সিলেট নগরীর জালালাবাদ থানার গোয়াবাড়ীর বাসিন্দা রাখাল দাসের ছেলে।
আরও পড়ুন: মাদারীপুরে রান্নাঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-উর-রশীদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
]]>