শনিবার (৫ জুলাই) আনুমানিক ভোর ৬টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া বাজার এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে রাজু মারা যান।জানা যায় নিহত রাজু ইউনিক পরিবহনের চালকের সহকারী ছিলেন।
আরও পড়ুন: বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
এদিকে শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনোর পর বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।