বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন যোগদান করা কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে কর্মদিবসের প্রথম দিনে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।
এ সময় পুলিশ কমিশনার বলেন, ‘GenieA একটি অ্যাপ, যা নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এক ক্লিকেই পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক সবই এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। এতে থাকবে লোকেশন শেয়ার, নোটিফিকেশন ও অভিযোগ ট্র্যাকিং সুবিধা। ভবিষ্যতে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইনভিত্তিক সাক্ষ্যপ্রমাণ সুরক্ষার সুবিধাও যোগ করা হবে।’
আরও পড়ুন: কৃষককে বালু লুটকারী সাজিয়ে কারাদণ্ড দেয়ার অভিযোগ ছাতক ইউএনওর বিরুদ্ধে
তিনি আরও বলেন, ‘সিলেটবাসীর সহযোগিতায় একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলা হবে। আমার স্বপ্ন এমন একটি সিলেট গড়ে তোলা, যেখানে সবাই আস্থার সঙ্গে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে এবং নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। আপনাদের সহযোগিতা থাকলেই আমাদের কাজের সার্থকতা মিলবে।’
মতবিনিময় সভায় এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
]]>