সিলেটে আন্দোলনরত চা শ্রমিকদের ১ম ধাপের বকেয়া বেতন পাবে কবে?

৫ দিন আগে
সিলেটে ২০ সপ্তাহের বকেয়া বেতন চেয়ে সম্প্রতি বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করা চা শ্রমিকদের কাজে ফেরাতে তাদের ১১ দফা দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ মে) আপাতত এক সপ্তাহের বকেয়া বেতন ও রেশন পরিশোধ করার কথা রয়েছে। তবে দুপুর পর্যন্ত এ বিষয়ে আশ্বাসের বাস্তবায়ন দেখতে পাননি বলে জানিয়েছেন চা শ্রমিক নেতারা।

১ম ধাপের বকেয়া পরিশোধ হলে শুক্রবার (৯ মে) থেকে সিলেটের চা বাগান চালু হবে এবং শ্রমিকরা নিজ নিজ কর্মে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা।


সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ সময় সংবাদকে জানান, প্রথমে চা শ্রমিকদের বকেয়া বেতন ২২ লাখ টাকা বিতরনের জন্য হিসেব করা হয়। কিন্তু গতকাল রাতে আবার জানানো হয় হিসেব টা ২৭ লাখ টাকা, তাই সবকিছু নতুন করে রি- এরেঞ্জ করায় বিতরণের সময় টা পিছিয়ে বৃহস্পতিবার সকালের পরিবর্তে বিকেলে বাগানগুলোতে শ্রমিকদের হাতে বুঝিয়ে দেয়া হবে।’


তিনি বলেন, বুধবার ১০টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন চা বাগানের শ্রমিকদের সঙ্গে আলাপ করেন এবং তাদের দাবিগুলো শোনেন। আলাপ শেষে আপাতত তাদের এক সপ্তাহের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে টি কোম্পানিগুলো ও বাংলাদেশ টি বোর্ড ১০ লক্ষ টাকা দিচ্ছেন। বাকিটা জেলা প্রশাসক ব্যবস্থা করে দেবেন।

আরও পড়ুন: সিলেটের চা বাগান নিয়ে অচলাবস্থার সমাধান

খবরটি জানার পর প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনত চা শ্রমিকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন চা শ্রমিক নেতা রাজু গোয়ালা, তবে দুপুর পর্যন্ত বকেয়া পরিশোধ না হওয়ায় চা শ্রমিকরা অপেক্ষার প্রহর গুনছেন বলেও জানান তিনি।


তিনি সময় সংবাদকে বলেন, ‘ঝামেলা আমরা চাই না, শ্রমিকদের ন্যয্য পাওনা তারা সঠিক সময়ে পাবে সেটাই চাওয়া, বৃহস্পতিবার সব চা শ্রমিক আপাতত এক সপ্তাহের বেতন দেবেন বলে আমাদের জানানো হয়েছে। পরশু থেকে চা বাগান খুলে দেয়ার কথা। পরবর্তী যে টাকাটা পরিশোধ হবে, সেটা বাগানে পাতা তোলে যে তা বিক্রি করে বেতন দ্রুতই পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।’

আরও পড়ুন: রাজনগরে চা বাগানে শিশু ধর্ষণচেষ্টায় মামলা, বাগানজুড়ে ক্ষোভ

উল্লেখ্য, গত ৪ মে  ২০ সপ্তাহ ধরে বকেয়া রেশন ও বেতন পরিশোধসহ বুরজান চা বাগান মালিকের লিজ বাতিল ও ১১ দফা দাবিতে সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করেন চা শ্রমিকরা। পরে প্রশাসন ও সেনা বাহিনীর আশ্বাসে অবরোধ উঠিয়ে রাস্তা ছাড়লেও আগামী ৩দিনের মধ্যে সকল দাবি মানতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন চা শ্রমিকেরা।

]]>
সম্পূর্ণ পড়ুন