শনিবার দিবাগত (১ নভেম্বর) রাতভর এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার। অভিযানে সহযোগিতা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় আনসার বাহিনী।
ধলাই নদীর পাড়ে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছে। যার ফলে নদীর তীর ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দ নৌকাগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে নেয়া হয়েছে এবং আটক ১২ জনের বিরুদ্ধে বালুমহাল ও পাথরমহাল ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
এসিল্যান্ড পলাশ তালুকদার জানান, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ধলাই নদী ও সাদা পাথর এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
তিনি বলেন, ‘কেউ আইনের বাইরে নয়। যে-ই অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর তুলবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
]]>
১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·