সিলেটে অবৈধ ১৪ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

২ সপ্তাহ আগে
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশার চার্জিং পয়েন্টে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চলে এ অভিযান।


অভিযানে মহানগরীর আলুরতল, মেজরটিলা, টেক্সটাইল মিল রোড, পুরবী আবাসিক এলাকা, খাদিমপাড়া ৪নং রোড, বহর কলোনি, শাহপরান গেইট ও শাহপরান রোড এলাকায় মোট ১৪টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া ১৩টি মিটার, ৭৩টি চার্জিং বক্স ও ১৪ লট সার্ভিস তার জব্দ করা হয়।


সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এই অভিযান পরিচালনা করেন।


আরও পড়ুন: রংপুরে থানায় থানায় জব্দ যানবাহনের স্তূপ, ধ্বংস হচ্ছে আইনি জটিলতায়


জানা যায়, অনুমোদনহীন এসব চার্জিং পয়েন্ট থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছিল এবং এতে স্থানীয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছিল।


এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন