সিলেট নয়, ঢাকা পর্ব দিয়েই শুরু হতে পারে বিপিএল

১৪ ঘন্টা আগে
চায়ের শহর সিলেট নয়, ঢাকা পর্ব দিয়েই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মূলত আবাসন সংকটের কারণে সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু করতে পারছে না বিসিবি। ৪ দিন ঢাকায় খেলা, এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় ফিরবে বিপিএল। তবে এখনও চূড়ান্ত ঘোষণা দেয়নি বিপিএলের আয়োজকরা।

গুঞ্জন ছিল, সিলেট পর্ব দিয়েই পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। তবে সে আশায় এবার গুড়ে বালি। সিলেট নয়, প্রথম পর্ব হবে ঢাকাতেই। এর আগে ২০১৭ সালে বিপিএলের প্রথম পর্ব আয়োজিত হয়েছিল সিলেটে। 

 

আরও পড়ুন: টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই মুশফিক ভাইকে নিয়েছি: শান্ত

 

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। বিপিএল শুরুর কদিন পরেই নতুন বছর শুরু হবে। এমন সময় সিলেট হয়ে ওঠে উৎসবের নগরী। দেশের নানা প্রান্ত থেকে মানুষ ঘুরতে যান সেখানে। 

 

এর ফলে সিলেটে পর্যাপ্ত হোটেল ফাঁকা পাওয়া যাচ্ছে না এই সময়ে। যে কারণে বাধ্য হয়েই ঢাকায় বিপিএল শুরু করতে হচ্ছে আয়োজকদের। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

 

আরও পড়ুন: আরও চমকের আভাস দিলেন রাজশাহীর কোচ

 

আগেই জানা, বিপিএলের এবারের আসরের পর্দা উঠছে ২৬ ডিসেম্বর থেকে। এর আগে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বিপিএলের নিলাম। সেখান থেকে প্রতিটি দলই গুছিয়ে নিয়েছে নিজেদের স্কোয়াড।

]]>
সম্পূর্ণ পড়ুন