শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় চেম্বার বিল্ডিংয়ের সামনে শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস বলেন, ‘সিলেট চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের সংগঠন। সামাজিক দায়বদ্ধতা থেকে এই প্রচণ্ড শীতে আমরা শীতার্তদের সহযোগিতার জন্য কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি।’
আরও পড়ুন: ফরিদপুরে জাসাসের শীতবস্ত্র বিতরণ
সমাজের বিত্তশীলদের নিজ নিজ অবস্থান থেকে গরিব-দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি মো. আব্দুস সামাদ, আমিনুর রহমান লিপন, কাজী মো. মোস্তাফিজুর রহমান, সায়েম আহমদ, আরিফ হোসেন, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক প্রমুখ।