বুধবার (১১ জুন) রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবির সিলেট সেক্টরের আওতাধীন ৪৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি'র মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৭ জন, মিনাটিলা বিওপি'র মিনাটিলা সীমান্ত দিয়ে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপি'র সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করে বিএসএফ।
আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইন
বিজিবি জানায়, পুশইন করা ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩০ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ৪৩ জন কুড়িগ্রাম জেলার ও ২৭ জন লালমনিরহাট জেলার বাসিন্দা।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিরা গত কয়েক বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এবং বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
]]>