বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে এই দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানোর কাজ করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। এ সময় একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হলে দুজন কর্মী গুরুতর আহত হন।
আহতদের প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে রুম্মানকে সেখানে আইসিইউ না থাকায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: সিলেটে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিহত রুম্মানের বাড়ি সিলেট শহরের বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়। আহত এনামুলের বাড়ি একই থানার মহালদিগ গ্রামে।
বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, ‘এটি ছিল রুটিন রক্ষণাবেক্ষণ কাজ। দুর্ঘটনাক্রমে চাকা বিস্ফোরণে দুজন আহত হন, যাদের মধ্যে রুম্মান মারা গেছেন। এনামুল চিকিৎসাধীন রয়েছেন।’
]]>