নিয়মিত চলতে চলতে ফ্যানের পাখায় পুরু হয়ে জমেছে ময়লা। ফ্যান পরিষ্কার করা বেশ ঝক্কির বিষয়। বিছানার উপর বা উঁচু জায়গায় দাঁড়িয়ে ফ্যানের নাগাল পেতে হয়। পরিষ্কার করতে গিয়ে কালিঝুলিও মাখতে হয় বিস্তর। এত কষ্ট করে পরিষ্কার করার পরও দেখা যায় আঠালো ময়লা লেগেই আছে! জেনে নিন সহজ উপায়ে কীভাবে পরিষ্কার করবেন ফ্যান। বিস্তারিত