বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলী আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের লক্ষ্য করে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথ হামলা চালিয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
সিরিয়ার বিরোধী নিয়ন্ত্রিত হোয়াইট হেলমেট সোমবার ভোরে জানিয়েছে, রোববারের হামলায় নিহতদের মধ্যে বেসামরিক মানুষও রয়েছেন।
ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও যেসব এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও যুদ্ধবিমান হামলা করেছে।
আরও পড়ুন: সিরিয়ার আলেপ্পো শহর দখলকারী বিদ্রোহী গোষ্ঠী কারা?
বিবিসি বলছে, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো পুরোপুরি নিজেদের দখলে নেয়ার পর আরো অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস। শহরটির নিয়ন্ত্রণ আসাদ বাহিনী হারানোয় সিরিয়ার গৃহযুদ্ধ নতুন মোড় নিয়েছে। ২০১৬ সালে বিদ্রোহীদের কাছ থেকে অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিলো আসাদ বাহিনী।
এদিন দামেস্কে প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সিরিয়ার সেনাবাহিনী শত্রুদের পরাজিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে বিদ্রোহীদের মোকাবিলায় দামেস্কের পাশে থাকবে তেহরান বলে জানান আব্বাস।
আরও পড়ুন: সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর উত্থানে কোণঠাসা সরকারি বাহিনী, ঘরবাড়ি ছাড়ছেন বাসিন্দারা
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। মাঝের কয়েকবছর সংঘর্ষ থেমে থাকলেও, পুনরায় বিদ্রোহীরা মাথাচারা দিয়ে উঠায় পরিস্থিতি অবনতি হচ্ছে। বিশ্লেষকদের শঙ্কা আগের চেয়েও শক্তিশালী রূপে ফিরেছে বিদ্রোহীরা। আগামীতে আসাদ বাহিনীর হাত থেকে আরো এলাকা নিজেদের দখলে নিতে তারা বদ্ধ পরিকর বলেও জানা গেছে।
]]>