সিরিয়ায় গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৫

৩ সপ্তাহ আগে
সিরিয়ার রাজধানী দামেস্কের ডোয়াইলা পাড়ায় মার ইলিয়াস গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি।

রোববার (২২ জুন) স্থানীয় সময় দুপুরে প্রার্থনার সময় এ হামলা হয় বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং নিরাপত্তা সূত্রগুলো। খবর আল জাজিরার।

 

হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার না করলেও সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী ইসলামিক স্টেট (আইএসআইএল/আইএসআইএস) গোষ্ঠীর একজন সদস্য। সে গির্জায় প্রবেশ করে প্রথমে গুলি চালায় এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়। মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের সঙ্গে মিল রয়েছে।

 

সিরিয়ান সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেটস) টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার এখনও চলছে। আরেকটি বিবৃতিতে দুইজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ জন। সরকারি বার্তা সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আহত হয়েছেন অন্তত ৫০ জন।

 

এদিকে ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, হতাহত হয়েছেন অন্তত ৩০ জন, তবে তারা নির্দিষ্ট করে বলেনি কতজন নিহত আর কতজন আহত। কিছু স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

 

গির্জার ভেতরে ধ্বংসস্তূপ, রক্তাক্ত মেঝে ও ভাঙা কাঠামোর ছবি সম্প্রচার করেছে সিরিয়ার নাগরিক প্রতিরক্ষা বাহিনী। ভয়াবহ এই হামলাটি এমন এক সময়ে ঘটল, যখন সদ্য ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনের চেষ্টা করছে। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এর আগে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 

সিরিয়ায় বছরের পর বছর ধরে গির্জা লক্ষ্য করে এমন বড় ধরনের হামলার ঘটনা এই প্রথম। বিশেষজ্ঞদের মতে, ইসলামিক স্টেটের আঞ্চলিক দখলদারি ভেঙে পড়লেও তারা এখনো নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে এমন সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন