সিরিয়ার আগামী সরকারকে শর্তাধীন সহযোগিতার ইঙ্গিত দিলো যুক্তরাষ্ট্র

৪ সপ্তাহ আগে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর বাইডেন প্রশাসন বলেছে, সিরিয়ার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এমন একটি অসাম্প্রদায়িক সরকারের হাতে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, “হস্তান্তর প্রক্রিয়া ও নতুন সরকারকে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে, যেমন সংখ্যালঘুদের অধিকারকে পূর্ণ মর্যাদা দেওয়া, দরিদ্রদের কাছে মানবিক ত্রাণ সরবরাহকে সহজতর করা, সন্ত্রাসবাদের ঘাঁটি হওয়া বা প্রতিবেশী দেশগুলির জন্য হুমকি হয়ে ওঠা থেকে সিরিয়াকে রক্ষা করার বিষয়ে স্পষ্ট দায়বদ্ধতা; পাশাপাশি রাসায়নিক বা জৈব অস্ত্রভাণ্ডারকে নিরাপদ ও সুরক্ষিতভাবে ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করতে হবে।” দামেস্কে নতুন সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলে সিরিয়ার উপর থেকে একাধিক নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। উল্লেখ্য, এই নিষেধাজ্ঞার ফলে সে দেশের অর্থনীতি তলানিতে ঠেকেছে। সিরিয়ার ভবিষ্যৎ যখন গভীরভাবে অনিশ্চিত সেই সময় বাইডেন প্রশাসনের এই ছাড়পত্র তাদেরকে চাঙ্গা করতে পারে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কারবি মঙ্গলবার ভিওএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “সিরিয়ায় শাসনের নিরিখে আমরা যা দেখতে চাই তা হল, বিশ্বস্ত ও বৈধ শাসন ব্যবস্থা যা হবে টেকসই এবং সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবে।” একে “সিরীয়দের নেতৃত্বাধীন প্রক্রিয়ার বিষয়” হতে হবে। আসাদকে ক্ষমতাচ্যুত করা হায়াত তাহরির আল-শামকে যুক্তরাষ্ট্র বিদেশী সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। এই গোষ্ঠীর নেতা আবু মহম্মদ আল-জোলানির মাথার দাম রয়েছে ১ কোটি ডলার। জোলানির যোদ্ধারা দ্রুত সিরিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি তার প্রথম ভাষণে বলেছেন, “আমার ভাইয়েরা, এই বিজয় গোটা ইসলামি জাতির ইতিহাসে এক নতুন অধ্যায়।” তিনি আরও বলেছেন, “এই অঞ্চলের জন্য এটা একটা বিশেষ মোড়।” ইরানকে নিশানা করে তার দেওয়া বার্তাকে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভালভাবে গ্রহণ করবে তা তিনি জানেন। তিনি বলেন, “তিনি (আসাদ) ইরানের উচ্চাকাঙ্ক্ষার কাছে সিরিয়াকে বলি দিয়েছিলেন এবং গোটা দেশে সাম্প্রদায়িকতা ও দুর্নীতি ছড়িয়েছিলেন।” জোলানি মঙ্গলবার এক বিবৃতিতে অঙ্গীকার করেছেন, আসাদ সরকারের যে সকল সদস্য “সিরিয়ার জনগণকে নির্যাতনের সঙ্গে জড়িত” ছিলেন তাদের “জবাবদিহিতার আওতায়” আনা হবে।
সম্পূর্ণ পড়ুন