সিরিয়ার সরকারি বাহিনীর সাথে সংঘর্ষ বাড়তে থাকায় সিরিয়ার বিদ্রোহীরা শুক্রবার ২৯ নভেম্বর আলেপ্পো প্রদেশের চারপাশে সামরিক যানবাহন নিয়ে এসেছে।
সিরিয়া সংকটের জন্য জাতিসংঘের উপ-আঞ্চলিক মানবিক সমন্বয়কারী ডেভিড কার্ডেন শুক্রবার বলেছেন, গত তিন দিন ধরে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে লড়াইয়ে আট শিশুসহ ২৭ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে।
এই সহিংসতা দুই পক্ষের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ সংঘর্ষকে তুলে ধরে।
ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহীরা বুধবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের এক ডজন শহর ও গ্রামে আক্রমণ শুরু করেছে। ওই এলাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার নিয়ন্ত্রিত।
সিরিয়ার সামরিক বাহিনী বলেছে যে তারা হামলার মোকাবিলা করা অব্যাহত রেখেছে, এক বিবৃতিতে বলেছে যে তারা আলেপ্পো এবং ইদলিবের গ্রামাঞ্চলে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।
হায়াত তাহরির আল-শামের একজন যোদ্ধা মোহাম্মদ হুসেইন আক্রমণটিকে সফল বলে দাবি করেছেন। তিনি বলেছেন, " অভিযানটি তিন দিন আগে শুরু হয়েছিল এবং আল্লাহকে ধন্যবাদ আমরা মুজাহিদিনের (যোদ্ধাদের) সাহায্যে পুরো পশ্চিমাঞ্চলীয় গ্রাম (আলেপ্পো) মুক্ত করেছি।"
প্রতিক্রিয়ায়, সিরিয়ার সামরিক বাহিনী বলেছে যে তারা আক্রমণের মোকাবিলা অব্যাহত রেখেছে, আলেপ্পো এবং ইদলিব গ্রামাঞ্চলে বিদ্রোহীদের উল্লেখযোগ্য ক্ষতির খবর দিয়েছে।