টানা চার ম্যাচ পর ওয়ানডে জয়। এবার হাতছানি প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। শান্ত-মিরাজরা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে, আর ক্যারিবীয়ানরা মরিয়া সিরিজে ফিরতে।
২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের ৩-০'তে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। তবে গেলো ডিসেম্বরে সেই লজ্জাই ফিরে এসেছিলো টাইগার শিবিরে। এবার সিরিজে ১-০'তে এগিয়ে। ক্যারিবীয়ানদের হোয়াইটওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের বলে মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের।
বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন, 'আমি বিশ্বাস করি আমরা ৩-০'তে সিরিজ জিতবো। আমি সব সময় বলি আমাদের ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে, শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস দুর্বল হলে ফলাফল কখনোই পক্ষে আসবে না। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ওপর আস্থা রাখাটাই ভালো করা মূল মন্ত্র।
আরও পড়ুন: ছোট ব্যাট নিয়ে কেন অনুশীলনে শান্ত-মিরাজরা?
প্রথম ম্যাচে মাত্র ১৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এক ব্র্যান্ডন কিং ছাড়া উইকেটে টিকতে পারেননি কেউ। অনেকে দায় দিচ্ছেন মিরপুরের উইকেটের, কিন্তু পিচ নিয়ে কোনো অভিযোগ নেই ক্যারিবীয়ানদের।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। স্কোয়াডে নাসুমের অন্তর্ভুক্তিতে একাদশ থেকে ছিটকে যেতে পারেন তানভীর ইসলাম। ওয়ার্কলোড বিবেচনায় এ ম্যাচে থাকছেন না তাসকিন আহমেদ। সুযোগ মিলতে পারে তানজিম সাকিবের।
আর ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডেও দুইজন যুক্ত হয়েছেন। ফলে সিরিজ বাঁচাতে তাদের দলেও আসতে পারে পরিবর্তন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
]]>
২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·