সিরাজগঞ্জে ১১ হাজার কেজিরও বেশি সরকারি চাল জব্দ

৪ সপ্তাহ আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ১১ হাজার ৩৩০ কেজি সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চালসহ একজন ডিলার ও ইব্রাহিম মন্ডল (২৬) নামের আরেকজনকে আটক করা হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, রোববার (৩১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী নিয়ে উপজেলার গাড়ামাসী বাশঁতলা ও আরেকটি এলাকায় পৃথক গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

 

এসময় পৃথক অভিযানে ১১ হাজার ৩৩০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এসময় একজন ডিলারসহ দুইজনকে আটক করা হয়।

 

আরও পড়ুন: সিরাজগঞ্জে এনআইডি করতে এসে রোহিঙ্গা নারী-পুরুষ আটক

 

আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন