সিরাজ তোপের পর বাটলার ঝড়ে উড়ে গেল বেঙ্গালুরু

১ দিন আগে
ঘরের মাঠেই পাত্তা পেল না বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে বড় পুঁজি তুলতে ব্যর্থ হয় তারা। এরপর জস বাটলারের ঝড়ে বল হাতে লড়াইটাও করতে পারেনি। হেরেছে বড় ব্যবধানে।

আইপিএলে বুধবার (২ এপ্রিল) বেঙ্গালুরুকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গুজরাট টাইটান্স। দলকে জেতানোর পথে ১৮৭ এর উপরে স্ট্রাইকরেটে ব্যাট করে ৭৩ রানে অপরাজিত ছিলেন জস বাটলার। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছে মোহাম্মদ সিরাজ।

 

এদিন বেঙ্গালুরুর দেয়া ১৭০ রান তাড়া করতে নেমে মন্থর শুরু করেছিলেন শুভমন গিল ও সাই সুদর্শন। ১৪ বলে ১৪ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হন গিল। এরপর বাটলারের সঙ্গে জুটি গড়েন সুদর্শন। তারা ৭৫ রানের জুটি গড়েন। এই জুটিতেই গুজরাটের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। সুদর্শন যদিও শেষ পর্যন্ত থাকতে পারেননি। তিনি ৩৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৯ করে আউট হলে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামেন শেরফান রাদারফোর্ড।

 

আরও পড়ুন: উদযাপন করে বড় শাস্তি পেলেন লখনৌর স্পিনার

 

১৮ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩০ রানে অপরাজিত ছিলেন রাদারফোর্ড। আর দলের জয় নিশ্চিত করার পথে ৩৯ বলে ৬ ছক্কা ও ৫ চারের মারে ৭৩ রানে অপরাজিত থাকেন বাটলার। বেঙ্গালুরুর হয়ে ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে সক্ষম হয়েছিল বেঙ্গালুরু। এদিন ৬ বলে ৭ রান করে আরশাদ খানের শিকার হন বিরাট কোহলি। এরপর ৩ বলে ৪ রান করে সিরাজের বলে বোল্ড হন দেবদূত পাডিক্কেল। দলের খাতায় ৩৪ রান যোগ হতে ফিল সল্ট আউট হলে আরও চাপে পড়ে বেঙ্গালুরু। ইংলিশ ওপেনার ১৩ বলে ১৪ রান করেন। এদিন দলের হাল ধরতে ব্যর্থ হন অধিনায়ক রজত পাতিদার। ১২ বলে ১২ রান করে আউট হন তিনি।

 

পঞ্চম উইকেটে দলকে চাপমুক্ত করে লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা ৫২ রানের জুটি গড়েন। ২১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলে জিতেশ দলীয় ৯৪ রানে বিদায় নেন। এরপর ক্রুনাল পান্ডিয়া ৫ বলে ৫ রান করে আউট হন। টিম ডেভিডের সঙ্গ নিয়ে দলের সংগ্রহ দেড়শতে পৌঁছে দেন লিভিংস্টোন। ৪০ বলে ৫ ছক্কা ও ১ চারে ৫৪ রান করে আউট হন লিভিংস্টোন। ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রান করে ইনিংসের শেষ বলে আউট হন টিম ডেভিড।

 

আরও পড়ুন: ট্রায়ালে বাদ দেয়া অশ্বনী-ই জাত চেনালেন কলকাতাকে!

 

৪ ওভার বল করে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নেন সিরাজ। ২২ রান খরচায় ২ উইকেট নেন সাই কিশোর। তবে এদিন বেশ খরুচে ছিলেন রশিদ খান। ৪ ওভার ৫৪ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন