নাটক পাড়ায় হিমু আকরামে বেশ সমৃদ্ধ ক্যারিয়ারগ্রাফ রয়েছে। গ্রামীণ পটভূমিতে গল্প নির্ভর মজার নাটক নির্মাণে তার জুড়ি মেলা ভার। কিন্তু টিভি পর্দায় যত সফল নির্মাতাই হোন না কেন, মূলত সেটির প্রতিচ্ছবি সকল নির্মাতাই দেখাতে চান তার সিনেমায়। তার আগ পর্যন্ত নাটকটা হয়ে থাকে সিনেমা বানানোর রিহার্সাল মাত্র। এমনও অসংখ্য নজির আছে, সিনেমা বানানোর পর নাটকে আর ফেরা হয় না অনেকের। সেটি ফ্লপ হোক আর হিট হোক!
তেমনই... বিস্তারিত