বুধবার (২ এপ্রিল) ভোরে মক্কীনগর মাদ্রাসা সংলগ্ন কাঠের ফার্নিচার মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বুধবার ভোর চারটার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মূহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁয়ের কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে৷ ততোক্ষণে আগুনে মার্কেটের ১৪ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়৷ তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: পিরোজপুরে আগুনে পুড়ল ৪০টি দোকান
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানিয়েছে, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত করা হচ্ছে।