সিদ্ধার্থকে নিয়ে এক্সে শেষ পোস্ট শেফালির, নতুন তথ্যে হতবাক ভক্তরা!

১ সপ্তাহে আগে
চার বছর আগে হঠাৎই না ফেরার দেশে পাড়ি জমান অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। কার্ডিয়াক অ্যারেস্টে অকাল মৃত্যু হয় অভিনেতার। একইভাবে এবার হঠাৎই মারা যান ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালা। তার মৃত্যুর পর কিছু তথ্য প্রকাশ্যে আসতে শুরু হয়েছে, যা জেনে হতবাক ভক্ত ও নেটিজেনরা।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের একটি প্রতিবেদন থেকে জানা যায়, নতুন একটি ফটোশুটের ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় শেফালির। প্রাথমিকভাবে তারও মৃত্যুর কারণ হিসেবে ধরা হয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট। কিন্তু কী কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে অভিনেত্রীর তা এখনও জানা যায়নি।

 

এদিকে একইভাবে সিদ্ধার্থ ও শেফালির মৃত্যু হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশকিছু তথ্য। যেসব তথ্যের সঙ্গে মৃত্যুর যোগসূত্র রয়েছে শেফালি-সিদ্ধার্থের, এমনটাই মনে করছেন নেটিজেনরা।

 

যেমন দুই তারকাই চল্লিশের কোঠাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর সময় সিদ্ধার্থের বয়স ছিল ৪০ আর শেফালির বয়স ৪২। তারা দুজনই ফিটনেস বিষয়ে বেশ সচেতন ছিলেন, নিয়মিত শরীর চর্চাও করতেন। তারপরও অল্প বয়সে প্রয়াত হন।

 

এ দুই তারকার আরও একটি তথ্য হলো দুজনেই বিগ বস ১৩ সিজনের প্রতিযোগী ছিলেন। আর সে অনুষ্ঠানেই শেফালি জানিয়েছিলেন, দেড় দশক আগে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। সম্পর্ক ভেঙে গেলেও ব্যক্তি জীবন ও বিগ বসের মঞ্চে একে অন্যের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তাদের।

 

আরও পড়ুন: ‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা!

 

নেটিজেনদের যে বিষয়টি হতবাক করেছে তা হলো শেফালির এক্স হ্যান্ডেলের শেষ পোস্ট। যা তিনি করেছিলেন প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থকে নিয়ে। অভিনেতার গত মৃত্যুবার্ষিকীতে এক্স হ্যান্ডেলে একটি ছবি আপলোড করেছিলেন শেফালি। ক্যাপশনে লিখেছিলেন, তোমারই কথা ভাবছি বন্ধু। এক্স হ্যান্ডেলে এটাই ছিল শেফালির শেষ পোস্ট।

 

আরও পড়ুন: ‘কাঁটা লাগা’ গার্ল শেফালির মৃত্যুর কারণ কী

 

এসব তথ্য কাকতালীয়ভাবে মিলে গেলেও তা নিয়ে তোলপাড় এখন নেটপাড়া। 

]]>
সম্পূর্ণ পড়ুন