সিটির সঙ্গে ১০ বছরের নতুন চুক্তি হলান্ডের, পাবেন রেকর্ড পারিশ্রমিক

২ সপ্তাহ আগে
পুরনো চুক্তি অনুযায়ী আরও বছর তিনেক ম্যানচেস্টার সিটিতেই থাকতেন আর্লিং হলান্ড। তবে ততদিন অপেক্ষার ধৈর্য নেই ইংলিশ ক্লাবটির। নতুন করে নরওয়েজীয় তারকার সঙ্গে ১০ বছরের চুক্তি সেরে নিলো তারা। যেখানে পারিশ্রমিকটাও ধরা হয়েছে নজরকাড়া। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন তিনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে হলান্ডের সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সিটি।

 

চুক্তি নবায়ন করে উচ্ছ্বসিত হলান্ড। তিনি বলেন, ‘নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমি সত্যিই খুশি। দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। ম্যানচেস্টার সিটি বিশেষ একটি ক্লাব, এখানে সবাই চমৎকার মানুষ এবং দারুণ সব সমর্থক আছে। এখানকার আবহই এমন যে, সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।’

 

আরও পড়ুন: মেসিকে হিংসা করত এমবাপ্পে, নেইমারের বিস্ফোরক মন্তব্য

 

২৪ বছর বয়সি এ তারকা আরও বলেন, ‘পেপ (গার্দিওলা), তার কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। কারণ গত কয়েক বছরে তারা আমাকে অনেক সাহায্য করেছে। তারা ক্লাবটিকে এমন একটি বিশেষ জায়গা তৈরি করেছে, এখন যাই হোক না কেন আমি নিজেও সিটি। আমি উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই, আরও ভালো করার জন্য কাজ করে যেতে চাই এবং সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে সহায়তা করতে চাই।’

 

২০২২ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে সিটিতে যোগ দেন হলান্ড। তখন বাই-আউট ক্লজ রাখা হলেও নতুন চুক্তি থেকে সেটি সরিয়ে দেয়া হয়েছে। আগের দলবদলে হলান্ডের প্রতি আগ্রহ দেখিয়েছিল স্পেনের দুই বড় ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাই গুঞ্জন ছিল, ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি জমাতে পারেন তিনি। নতুন চুক্তিতে সেই আলোচনার ইতি ঘটল।

 

আগের চুক্তি অনুযায়ী সপ্তাহে ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড পারিশ্রমিক পেতেন হলান্ড। ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সান বলছে, নতুন চুক্তিতে তার বেতন সপ্তাহে দাঁড়াতে পারে ৫ লাখ পাউন্ডে। যা ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক।

 

আরও পড়ুন: নতুন চুক্তিতে রোনালদোর বেতন মিনিট প্রতি ৪৮ হাজার টাকা

 

২০২২ সালে সিটিতে যোগ দেয়ার পর ১২৬ ম্যাচ খেলে ১১১ গোলের পাশাপাশি ১৫ অ্যাসিস্ট করেছেন হলান্ড। ইংলিশ ক্লাবটির হয়ে আড়াই বছরের ক্যারিয়ারে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি এফএ কাপ জিতেছেন এ নরওয়েজীয়।

]]>
সম্পূর্ণ পড়ুন