সিটির বিপক্ষে জয় মাউন্ট এভারেস্টে ওঠার শামিল: ইনজাগি

৩ দিন আগে
ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। দলের এমন অভূতপূর্ব অর্জনে সৌদি আরবের ক্লাবটির কোচ সিমোনে ইনজাগির চোখে-মুখেও ছিলো বিস্ময় আর উচ্ছ্বাস। রোমাঞ্চে ঠাসা লড়াইয়ের অতিরিক্ত সময়ের গোলে সিটিজেনদের হারের স্বাদ দেয় ব্লু ওয়েভসরা।

মঙ্গলবার (১ জুলাই) সকালে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল। ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সিটির বিপক্ষে দলের এমন পারফরম্যান্স ইনজাগির কাছেও যেন অবিশ্বাস্য মনে হচ্ছে। এই সাফল্যকে তিনি তুলনা করেছেন, অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টে ওঠার সঙ্গে। 

 

ম্যাচ শেষে আল হিলাল কোচ ইনজাগি বলেন, ‘এই ফলের মূল কৃতিত্ব খেলোয়াড়দের। আজ (স্থানীয় সময়) রাতে তারা মাঠে হৃদয় দিয়ে লড়েছে। (জয়ের জন্য) আমাদের অসাধারণ কিছুই করতে হতো, কারণ ম্যানচেস্টার সিটির সম্পর্কে আমরা সবাই জানি।’ 

 

আরও পড়ুন: রিয়ালের দুর্বলতা খুঁজে জয়ের কৌশল আঁটছে জুভেন্টাস

 

‘অক্সিজেন ছাড়াই আমাদের মাউন্ট এভারেস্টে উঠতে হতো এবং আমরা সেটা সম্ভব করেছি। প্রত্যেক খেলোয়াড় আজ সবকিছুতে অসাধারণ কাজ করেছে, বল পায়ে থাকা অবস্থায় এবং না থাকার সময়ও।’ 

 

ইন্টার মিলানকে সবশেষ তিন মৌসুমের মধ্যে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন ইনজাগি। তবে ইতালিয়ান ক্লাবটিতে শেষটা মোটেও সুখকর হয়নি এই কোচের। গত মাসের শেষ দিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর, ইতালিয়ান ক্লাবটিকে বিদায় জানিয়ে আল হিলালের দায়িত্ব নেন তিনি। 

 

আরও পড়ুন: অতিরিক্ত সময়ে সিটির হার, শেষ আটে নেইমারের সাবেক ক্লাব

 

এত অল্প সময়ে দলকে এতবড় সাফল্য এনে দিতে পেরে গর্বিত বোধ করছেন ইনজাগি। ‘বল পায়ে রাখায় আমরা খুব গোছানো ছিলাম। পজেশন রাখায় শক্তিশালী ও ভীষণ আক্রমণাত্মক একটা দলের বিপক্ষে টেকনিক্যাল দিক দিয়ে আমরা ভালো খেলেছি।’ 

 

‘আমার চোখে, পেপ গুয়ার্দিওলা বিশ্বের সেরা কোচ, কিন্তু আজ আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং আমার বিশ্বাস এই জয় আমাদের প্রাপ্য।’ 

 

এদিন অঘটনের শিকার হয়েছে ইনজাগির সাবেক দল ইন্টার মিলানও। তাদেরকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসি। আগামী শনিবার (৫ জুলাই) সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স-এর বিপক্ষে মাঠে নামবে সৌদি ক্লাব আল হিলাল।

]]>
সম্পূর্ণ পড়ুন