ধুঁকতে থাকা সিটির বিপক্ষে রোববার ফেবারিট হিসেবেই নেমেছিল লিভারপুল। যেখানে লিগে নভেম্বরের শুরু থেকে জয়ের দেখা পায়নি সিটি, সেখানে ফর্মের তুঙ্গে রয়েছে স্লটের লিভারপুল। কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এসেছে তারা। এবার সিটিকে হারের স্বাদ দিল।
পুরো ম্যাচে বিবর্ণ ছিল সফরকারী সিটিজেনরা। গোলের জন্য ৮টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে পেপ গার্দিওলার দল। ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। কোডি গাকপো অলরেডদের লিড এনে দেন। এক গোলে লিড নিয়েই বিরতিতে যায় লিভারপুল।
আরও পড়ুন: এভারটনকে উড়িয়ে দিলো ইউনাইটেড, ভিলাকে হারাল চেলসি
দ্বিতীয় হাফে সিটিজেনদের ছন্নছাড়া খেলার ফলে বেশকিছু গোলের সুযোগ পেয়েছিল লিভারপুল। ম্যাচের ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ। লিগে এই নিয়ে সবশেষ ছয় ম্যাচেই জালের দেখা পেলেন সালাহ। আসরে তার গোল হলো ১১টি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।
এই হারে শীর্ষস্থানে থাকা লিভারপুল থেকে ১১ পয়েন্ট পিছিয়ে পড়ল গত চার মৌসুমের চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানসিটি। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৪।