মঙ্গলবার (২২ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (১২-১৩ জুন ২০২৫ সময়ের জন্য ২৩ম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।
আরও পড়ুন: টিসিবির জন্য ১৭৭ কোটি টাকার রাইস ব্রাণ তেল কিনবে সরকার
সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া পিটই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৯৮ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৪০ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে সভায় 'ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন'-এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (ওএন্ডএম) ঠিকাদার নিয়োগের লক্ষ্যে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান আইএলএফ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, আবুধাবির সঙ্গে বিপিসির স্বাক্ষরিত চুক্তিমূল্য বৃদ্ধি/ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।