প্রাক-মৌসুমের এশিয়ান সফরে বার্সেলোনা বিধ্বস্ত করলো দক্ষিণ কোরিয়ান ক্লাবকে এফসি সিউলকে। বৃহস্পতিবার লামিনে ইয়ামাল ও বদলি নামা ফেরান তোরেসের জোড়া গোলে উৎসব করেছে লা লিগা চ্যাম্পিয়নরা। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে তারা জিতেছে ৭-৩ গোলে।
ইয়ামাল, রাফিনহা ও রবার্ট লেভানডোভস্কিকে এদিন শুরুর একাদশে রাখেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।
লেভানডোভস্কি ও ইয়ামালের শটে ২-০ তে পিছিয়ে পড়ার পর স্বাগতিকরা দুই গোল শোধ... বিস্তারিত