সিউলে পুলিশ প্রেসিডেন্টের বাসভবনে ব্যারিকেড ভেঙ্গে প্রবেশ করে

৩ সপ্তাহ আগে
ছবিতে দক্ষিণ কোরিয়ার পুলিশ অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলকে ৩ ডিসেম্বর সামরিক আইন জারির ঘোষণা সংক্রান্ত বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করতে তার বাসভবনে প্রবেশের চেষ্টা করতে দেখা যাচ্ছে। বুধবার, ১৫ জানুয়ারি।  ৩ জানুয়ারি, প্রেসিডেন্ট ইওলকে প্রথমবারের মতো গ্রেপ্তার করতে গিয়ে তদন্তকারীরা সংঘর্ষের মুখে পড়েন, যেখানে শত শত প্রেসিডেন্ট-এর নিরাপত্তা কর্মকর্তা এবং সামরিক রক্ষী তাদের বাধা দেয়। গত মাসে সংসদ তাকে সামরিক আইন ঘোষণার জন্য সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ইওল সিউলে তার ভিলায় আত্মগোপন করেন।  সামরিক আইন ঘোষণার পর থেকে দক্ষিণ কোরিয়ায় অভূতপূর্ব রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে।
সম্পূর্ণ পড়ুন