রোববার (১২ অক্টোবর) ভোরে সিংড়া উপজেলার বিলদহর ও কালিনগর মাঠে কিল্লা ঘরের ফাঁদ থেকে ছয়টি বক ও বারইহাটি বিলে কারেন্ট জালের ফাঁদ থেকে চারটি ঘুঘু পাখি উদ্ধার করেন পরিবেশ কর্মীরা।
জানা গেছে, আর কোনো দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকায় দুই শিকারিকে ছেড়ে দেয়া হয়। ধ্বংস করা হয় বিশেষভাবে তৈরি ফাঁদ কিল্লা ঘর ও কারেন্ট জাল। এ সময় বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন পরিবেশ কর্মীরা।
আরও পড়ুন: শ্রীমঙ্গল থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে ধান ক্ষেতে বিশেষভাবে তৈরি ফাঁদ কিল্লা ঘর ও কারেন্ট জালে পাখি শিকারে মেতে উঠে লোভী শিকারিরা। আর এই বিলের পাখি রক্ষায় তারা এ অভিযান ১০ বছর ধরে পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় আজও এই অভিযান পরিচালনা করেন।