মঙ্গলবার (২৩ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
আবদুল খালেক মোল্লা শৌলজালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের কাঁঠালিয়া অফিসে ফিল্ড অফিসার পদে কর্মরত।
আহতের স্ত্রী জেসমিন বেগম জানান, ঘটনার সময় তিনি ও তাদের সন্তান ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে ঘরের লোকজন ছুটে এসে দেখতে পান খালেক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দুর্বৃত্তরা তার স্বামীর ডান পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আহত অবস্থায় প্রথমে তাকে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী
খবর পেয়ে কাঁঠালিয়া-রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ঘটনার বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
তবে কী কারণে এ হামলা হয়েছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি ভুক্তভোগীর পরিবার বা পুলিশ। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।