সাহারা মরুভূমিতে বিরল বৃষ্টিপাত ও বন্যা

৩ সপ্তাহ আগে
গত মাসে এই অঞ্চলে বিরল বর্ষণের পর সাহারা মরুভূমির বালিয়াড়িগুলির খাঁজে খাঁজে বৃষ্টির পানি জমে গেছে। মরক্কোর আবহাওয়া অধি-দফতর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছে, দেশটি বিশেষ করে সেপ্টেম্বরের অস্থির ও আর্দ্র আবহাওয়ার মধ্য দিয়ে গেছে এবং এই সময় তীব্র বৃষ্টিপাতও হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে সাহারা সংলগ্ন একাধিক দেশে ১৪৬০ জনের বেশি মানুষ ভারী বৃষ্টির কারণে প্রাণ হারিয়েছেন। এই রকম চরম ঘটনা বিরল হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে এমনটা ঘন ঘন ঘটতে পারে। (রয়টার্স) 
সম্পূর্ণ পড়ুন