ফাইনালে ম্যাচে জোয়াসকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্যালাকটিকোস।
আয়োজকরা জানান, রোববার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। ৩-৩ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৪০ মিনিটের খেলা। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই জোয়াসকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্যালাকটিকোস।
টুর্নামেন্ট সেরা হন জোয়াসের রতন এবং ম্যাচ সেরার পুরস্কার ওঠে গ্যালাকটিকোস’র মোজাম্মেলের হাতে।

আরও পড়ুন: রাজুর হ্যাটট্রিকে জাতীয় চ্যাম্পিয়নশিপে খুলনার জয়
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ফাহাদ করিম। এর আগে খেলার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. মো. মুজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কো-কনভেনর সাব্বির আহম্মদ চৌধুরী।

আরও পড়ুন: টানা তিন ম্যাচে হার, তবুও দুর্ভাবনার কিছু দেখছেন না লিভারপুল কোচ
সাস্ট ক্লাবের প্রেসিডেন্ট আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ট্রেজারার মো. কামরুজ্জামান, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ সুলতান, প্রিন্স ওমর শরীফ, বুলবুল আহমেদ, আবু সাঈদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ও আয়োজক কমিটির সদস্যরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এতে অংশ নেন।
]]>