সার্বিয়ায় সরকার-বিরোধী বিক্ষোভে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে

১ মাস আগে
ড্রোন-ফুটেজে দেখা যাচ্ছে, সার্বিয়ার বেলগ্রেডে ২০২৪ সালের নভেম্বরে নভি সাদ রেল স্টেশনের ছাদ ভয়াবহভাবে ভেঙে পড়ার প্রতিবাদে অসংখ্য মানুষ রাস্তার মোড় অবরোধ করেছে। ৮ ফেব্রুয়ারি, ২০২৫। দেশজুড়ে সরকার-বিরোধী বিক্ষোভ অব্যাহত থাকায় শয়ে শয়ে সার্বিয়ান শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা রবিবার (৯ ফেব্রুয়ারি) সে দেশের দক্ষিণাঞ্চলের শহর নিসে মহাসড়কের প্রস্থান-পথ অবরোধ করেছে। গত নভেম্বরে নভি সাদ রেল স্টেশনের ছাদ ভেঙে পড়ার ফলে নিহতদের স্মরণে ১৫ মিনিট নীরবতা পালনের আগে বিক্ষোভকারীরা ব্যানার নিয়ে স্লোগান দেয়; এই দুর্ঘটনার জন্য তারা সার্বিয়ার কর্তৃপক্ষকে দায়ী করছে। নিসের শিক্ষার্থীরাই এই বিক্ষোভ সংগঠিত করেছে ও নেতৃত্ব দিচ্ছে। তাদের দাবি, বিপর্যয়ের (যা এক ডজনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে) জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। প্রাথমিকভাবে নভি সাদ দুর্ঘটনাকে ঘিরে বিক্ষোভের সূত্রপাত হলেও এটি বলকান দেশটির সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বলছে, এই বিপর্যয়ের পিছনে রয়েছে দুর্নীতি, স্বজনপোষণ ও নিম্নমানের নির্মাণ। এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচারবিভাগীয় পদক্ষেপ চাইছে তারা। সেই সঙ্গে প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসপিপি) কর্মকর্তাদের দোষ দিচ্ছে বিক্ষোভকারীরা। তবে তিনি ও তার দল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
সম্পূর্ণ পড়ুন